১২ ঘণ্টার বাংলা বনধ সফল করতে এগরা শহরে বিজেপির নেতৃত্ব থেকে কর্মীরা

post

ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে পুলিশ জনতার মধ্যে খন্ড যুদ্ধ উঠে এসেছে সংবাদ শিরোনামে.. জনতার উপর পুলিশের নির্মম অত্যাচারের কারণেই বিজেপি নেতৃত্ব আজ  সারা বাংলায় ১২ ঘন্টার  বনধ ডেকেছেন... যার প্রভাব দেখা গেলে পূর্ব মেদিনীপুর জেলায়.. এগরা কাঁথি  তমলুক হলদিয়া একেবারেই প্রায় জনমানবীন...পাশাপাশি রাস্তায় যানবাহনের দেখা নেই। এদিন এগরায় পুলিশের উপস্থিতিতে কাঁথি- বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির নেতা-কর্মীরা। সারা জেলাজুড়ে বনদের প্রভাব পড়েছে। রাস্তাঘাট শুনশান। দোকানপাট সবই বন্ধ। এগরায় বিজেপির নগর মন্ডল সভাপতি চন্দন মাইতির নেতৃত্বে চলছে অবরোধ ও বিক্ষোভ।এদিন সকাল সকাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা... এ প্রসঙ্গে চন্দন মাইতি বলেন ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে গতকাল মমতার দলদাস পুলিশ je নির্মম অত্যাচার করেছে ছাত্রদের উপর তারই প্রতিবাদে আজকে  এই বন্ধ এই বনধ.. এবং সেটি মানুষ খুব সুন্দর ভাবে নিয়েছে... মানুষ চায় এই বনধ টি সর্বাধিকভাবে সফল হোক... এবং তার কারণেই দোকানপাট সবই বন্ধ... দাবি একটাই আর জি কর কাণ্ডের দোষীরা শাস্তি পাক... তার সাথে সাথে মমতার পদত্যাগ যদিও দেখা গেল বনধ সমর্থক এবং পুলিশদের মধ্যে বচসা

You might also like!