আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : আরজি করে ডাক্তারি পড়ুয়া ছাত্রী খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল। আগামী ২৭ তারিখ ছাত্রসমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের। শনিবার বাম ছাত্র সংগঠন এসএফআই এবং ডি ওয়াই ফাই আই লালবাজার অভিযান করে। দিন বৃষ্টি ভেজা রাজপথে এই মিছিল লালবাজার পর্যন্ত পৌঁছায় । লালবাজারের আগে পুলিশ মিছিলকে আটকে দেয়। আরজি কর হাসপাতালে ভাঙচুর এর ঘটনায় মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে নেতা কর্মীদের এই অভিযোগ করেন মীনাক্ষী। আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় দ্রুত অপরাধীদের শাস্তি চাওয়ার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পদত্যাগ দাবি করা হয়।
সাত জন বাম নেতা কর্মীকে কোলকাতা পুলিশ তলব করেছিল । আজ তাদের আইনজীবীকে নিয়ে লালবাজার জান তারা। মীনাক্ষী বলেন, অপরাধীদের আড়াল করার চেষ্টা রাজ্যের মানুষ ভালোভাবে নিচ্ছে না। গত ১৩ বছর ধরে বামপন্থীদের পুলিশ দিয়ে হ্যানস্থা করছে। কিন্তু ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই চলবে। বামপন্থীরা ভয় পায় না।