আনন্দাবাংলা অনলাইন ডেস্ক : আরজি করে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় বাংলার রাজনীতি উত্তাল । একের পর এক আন্দোলনে বাংলার পথ প্রান্তর সরগরম । কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার ইতিপূর্বে সিবিআই এর হাতে দিয়েছে। এরপর সুপ্রিম কোর্ট সত: প্রণোদিত মামলা করে। সেখানে বেশ কিছু নির্দেশ দেয়। রাজ্য সরকার সিট (SIT) গঠন করলেও সিটের হাতে তদন্ত ভার রাখলো না কোলকাতা হাইকোর্ট ।
আরও বিপাকে অরজিকরের প্রাক্তন প্রিন্সিপল সন্দীপ ঘোষ। সিবিআইকে আরজি করের যাবতীয় দুর্নীতির তদন্ত ভার দিলো হাইকোর্ট। যেহেতু আরজি করের এক চিকিৎসকের মৃত্যুতে তদন্ত করছে সিবিআই, তাই এই তদন্ত তাদের দেওয়া হলো। শনিবার সকাল ১০ টার মধ্যে তদন্ত নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ।
তিন সপ্তাহ পরে সিবিআইকে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। ১৭ সেপ্টেম্বর সেই রিপোর্ট তলব করলো আদালত। মামলা কারী আকতার আলী নিরাপত্তার জন্য প্রয়োজনে সিবিআইয়ের কাছে আবেদন করতে পারবেন, নির্দেশ আদালতের।
আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দারস্থ সন্দীপ ঘোষ। বিচারপতি হরিশ ট্যান্ডন এর ডিভিশন বেঞ্চের দারস্থ। রায়ের কপি হাতে পেয়ে আসতে নির্দেশ বেঞ্চের।