নন্দীগ্রামের ভেটুরিয়ায় রাস্তার বেহাল দশা, বিক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

post

নন্দীগ্রাম: সম্পা জানা

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার খোদামবাড়ি-1 অঞ্চলের ভেটুরিয়া গ্রামে রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার বা নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ তীব্রতর হচ্ছে। প্রায় ৫০টি পরিবারের মানুষ, তিনটি স্কুলের ছাত্রছাত্রী, এবং বাস স্ট্যান্ড বাজারের যাত্রীরা প্রতিদিনই বেহাল রাস্তার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। রোগী অসুস্থ মানুষদেরও এই ভগ্নপ্রায় রাস্তা পার করতে হয়, যা আরও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।বহুবার গ্রাম পঞ্চায়েত অঞ্চল প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষোভে ফেটে পড়ে আজ এলাকাবাসীরা বিক্ষোভে শামিল হন, তাদের একটাই দাবিঅবিলম্বে রাস্তার সংস্কার নির্মাণ করতে হবে। স্থানীয়দের বক্তব্য, রাস্তার উন্নয়নের অভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, কিন্তু প্রশাসন নির্বিকার।উল্লেখ্য, এই বুথের সদস্য বিজেপি থেকে নির্বাচিত হলেও অঞ্চলটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। রাজনৈতিক বিবাদে আটকে যাওয়া এই সমস্যার সমাধান না হলে এলাকার মানুষজন আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন।এলাকায় আগে একটি কংক্রিটের রাস্তা তৈরি হলেও, পুকুরপাড়ে পাইলিংয়ের অভাবের কারণে কংক্রিটের প্লেটগুলো পুকুরে ধসে পড়েছে। আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা, কারণ যেকোনো মুহূর্তে বাদবাকি অংশও পুকুরে তলিয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন, নইলে দুর্ভোগের সীমা ছাড়াবে বলে আশঙ্কা।

You might also like!