ঝড়ে বিপর্যস্ত সাঁকরাইল: ভাঙল বাড়ি, নষ্ট ফসল

post

ঝাড়গ্রাম: সম্পা জানা

ঘূর্ণিঝড় দানার তাণ্ডবে সাঁকরাইলের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক ঝড়বৃষ্টি। সিন্দুরগৌরা গ্রামে ভারী বর্ষণের কারণে ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। ক্ষয়ক্ষতির মুখে ধান চাষিরা। ঝাড়গ্রাম জেলাজুড়ে ঘূর্ণিঝড় দানার কারণে জারি হয়েছিল লাল সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সঙ্গে বয়ে গিয়েছে ঝড়ো হাওয়া, যা চাষিদের আশঙ্কা বাড়িয়েছে।সাঁকরাইলের সিঁদুরগৌরা, ধানঘোরী, কুলডিহা ও চাঁদপালের মতো এলাকায় ধান চাষিরা বড়সড় ক্ষতির মুখে পড়েছেন। ধান পাকার মুখে জমিতে জলের স্রোত জমে থাকায় ধান গাছ শুয়ে পড়েছে, ফলে ফসল কাটা সম্ভব হচ্ছে না। শেষ মুহূর্তে ফসল কেটে বাড়িতে তোলার অপেক্ষায় ছিলেন চাষিরা, কিন্তু তার আগেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা। ঝড় ও বৃষ্টির দাপটে চাষের জমিতে জল জমে থাকায় ক্ষতির আশঙ্কা কয়েকগুণ বেড়েছে।স্থানীয় চাষি সুব্রত মাঝির কথায়, "আর কয়েকদিনের মধ্যেই ফসল বাড়িতে তুলতে পারতাম। কিন্তু এরই মধ্যে এমন দুর্যোগে সব শেষ। আমাদের এখন মাথায় হাত।" প্রশাসনের তরফ থেকে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।অন্যদিকে, সাঁকরাইলের বেশ কিছু গ্রামে বাড়িঘরও ভেঙে পড়েছে। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া শুরু হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজেও উদ্যোগী হয়েছে প্রশাসন।

You might also like!