এগরা থানায় রহস্যময় মৃত্যুর ঘটনা: ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির

post

এগরা:সম্পা জানা

 পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দাউদপুর গ্রামে রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় মুক্তিপদ ভূঁইয়া (৫৪) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে। জানা গেছে, গত বুধবার রাতে মুক্তিপদের সঙ্গে কিছু স্থানীয় যুবকের বচসা হয়, যা মারামারিতে গড়ায়। স্থানীয়রা অভিযোগ করছেন, ওই যুবকেরা মুক্তিপদকে মারধর করে।জমির মালিক মুক্তিপদ ভূঁইয়ার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে এসে দেখেন, তিনি গলায় দড়ি দিয়ে ঝুলছেন। বিষয়টি জানার পর স্থানীয়রা এগরা থানার পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা। স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও পুলিশ এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।এ ঘটনার পর থেকে পুরো দাউদপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৃতের পরিবার ও গ্রামবাসীরা আশা করছেন, পুলিশ এই রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। তবে এলাকার পরিবেশে উদ্বেগের ছাপ স্পষ্ট।

You might also like!