নিজের বাড়িতে ঘুমানোর সময় অ্যাসিড হামলা হলো এক তরুণীর ওপর... বছর পঁচিশের এই তরুণীর নাম নাসরিন খাতুন... বেলুড় থানার অন্তর্গত বেলুড় ভোট বাগানে রাত দেড়টার সময় ঘটে এই ঘটনা..| বাড়ির লোক জানান রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ির ছেলেরা বেরিয়ে যাওয়ার পরে তারা দরজা diye নিজেরা ঘুমোতে যায়... হঠাৎ করে নাসরিন চিৎকার করে ওঠে... তখন দেখা যায় গোটা ঘর ধোঁয়ায় ভর্তি.. সাহায্যের জন্য চিৎকার করি... বাড়ির একটি গর্ত দিয়ে বিছানার উপরে দুষ্কৃতীরা ফেলে দেয় এসিড |প্রশাসনের পক্ষ থেকে এ প্রসঙ্গে জানানো হয় একটি অভিযোগ দায়ের করেছে পরিবার... যেখানে বাড়িতে এয়ার সার্কুলেশনের জন্য এটা গুলগুলি বানানো রয়েছে.. এবং সেখান থেকে সাতটি আটটি ইট মিসিং রয়েছে... ওখান থেকেই অ্যাসিড জাতীয় কেউ কিছু ছুড়েছে.. তদন্ত শুরু হয়েছে এখনো পর্যন্ত কেউ আটক হয়নি | আশঙ্কা জনক অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে তরুণীকে|
ব্রেকিং নিউজ
- ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি