আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সিটি সেন্টারে বহুজাতিক শপিংমলের অ্যারাবিয়ান খেজুরের বাক্সে কিলবিল করছে পোকা। এমন অভিযোগ করেন এক প্রাক্তন সেনা কর্মী। এ নিয়ে তুলকালাম বেধে যায় শপিংমলের ভেতরে। শপিংমলে অভিযোগ জানাতে না পেরে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ করেন তিনি।
দুর্গাপুরের করঙ্গপাড়ার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সুরজিৎ রায়ের অভিযোগ,"সোমবার সন্ধ্যায় বহুজাতিক ওই শপিংমল থেকে অ্যারবিয়ান খেজুর কিনেছিলেন। বাড়ি ফিরে খেজুরের বক্স খুলতেই দেখেন কিলবিল করছে পোকা। মঙ্গলবার বিকেলে পোকা ভর্তি খেজুরের বক্স নিয়ে শপিংমলের ভেতর যায়। এই পোকা দেখতেই সংস্থার কর্মীরা বলেন খেজুরের বক্স পরিবর্তন করে দিচ্ছি। কিন্তু সেখানে সংস্থার সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলতে চাইলেও সেই ব্যবস্থা করে দেয়নি সংস্থার কর্মীরা। উপরন্তু দুর্ব্যবহার করে করেন কর্মীরা। তারপরেই ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানান তিনি।
সংস্থার সেলস ম্যানেজার তনয় দাস বলেন,"উনি আমাদের কাছে এসেছিলেন। আমরা ওই খেজুরের বক্স পরিবর্তন করে দেওয়ার কথাও জানিয়েছিলাম। কিন্তু আমাদের কাজ জিনিসের মেয়াদ উত্তীর্ণ দেখে জিনিস বিক্রি করা। ভেতরে খারাপ কিছু বেরোলে তার দায় আমাদের বা আমাদের সংস্থার নয়। দায় সম্পূর্ণ যে সংস্থার জিনিস সেই সংস্থার।"