নন্দীগ্রাম:সম্পা জানা
সাগর দত্ত হাসপাতালের চিকিৎসক নিগ্রহের ঘটনায় ফের আন্দোলনে নামলেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনার প্রেক্ষিতে তীব্র সমালোচনার তীর ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে নন্দীগ্রামে এক সভায় তিনি সরাসরি আক্রমণ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার মূল কারণ। যতদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন এমন ঘটনা চলতেই থাকবে।"শুভেন্দু আরও বলেন, "মহারাষ্ট্রে ধর্ষকদের রাস্তায় রাম নাম সত্য হে বলে বিদায় দেওয়া হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে ধর্ষকদের প্রটেকশন দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে পুলিশ, ডাক্তার, ধর্ষক—সবাই একসঙ্গে জেলে থাকে, যা অত্যন্ত লজ্জাজনক।"তিনি আরও জানান, হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য নিয়েও তিনি হতাশ। শুভেন্দুর মতে, "উনি সবসময় এমন কথা বলেন, যা শুধুমাত্র প্রচারের আলোতে থাকার জন্য। তার মত লোকেদের নিয়ে কথা বলা উচিত নয়।"রবিবার সকালে নন্দীগ্রামের বিরুলিয়ায় নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী।