ঝাড়গ্রাম:সম্পা জানা
বেহাল রাস্তার কারণে সমস্যায় পড়ছেন বিনপুরের সিজুয়া থেকে কাঁটাপাহাড়ি এলাকার মানুষজন। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। রাস্তার বড় বড় গর্তে জমছে জল, যা যেকোনও সময় বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। অভিযোগ, ওভারলোড বালির গাড়ির কারণে রাস্তা খারাপ হয়ে গেছে। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ও স্কুলে ছাত্রছাত্রীরা মিলে কাঁটাপাহাড়ি এলাকায় পথ অবরোধ করে। কাটাপাহাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরাও রাস্তার দাবিতে আন্দোলনে সামিল হয়। তারা জানায়, এই রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। অবরোধের ফলে একাধিক যানবাহন আটকে পড়েছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে লালগড় থানার পুলিশ। তবে প্রশাসনের তরফে এখনও কোনও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি মেলেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।