আর জি কর এর ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আজও উত্তাল রাজ্য

post

 আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : আর জি করের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় শুক্রবারও বিক্ষোভে উত্তাল রাজ্য। এদিন বিজেপি ও এসইউসিআই ধর্না কর্মসূচি এবং বিক্ষোভের ডাক দেয় রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ এবং জনতা খণ্ড যুদ্ধ বেধে যায়। ৯ আগস্ট ওই ছাত্রীর মৃত্যুর পর আরজি কর হাসপাতালে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ চলতে থাকে অনবরত। ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাত দিন সময় নিয়ে পুলিশে তদন্তে সন্তুষ্ট না হলে সিবিআই কে তদন্ত দেওয়া হবে বললেও আন্দোলনের তীব্রতা কমেনি এতটুকু । কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত । ডাক্তারদের কাজে ফেরারও নির্দেশ দেয় আদালত । কিন্তু তাতেও আন্দোলন থামেনি এতটুকু । শুক্রবার কলকাতা হাইকোর্টে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তীব্র ভৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। ১৪ আগষ্ট মধ্যরাতে রাত দখলের ডাক দেয় বাংলার নারীরা। রাতের স্লোগান শাউটিং এ মুখরিত হয় বাংলার বিভিন্ন শহর । প্রতিবাদ এবং বিক্ষোভের অন্য রূপ নেয় এই রাতের শহর মেয়েদের দখল নিয়ে। অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে মুখ খুলেছেন অনেক বুদ্ধিজীবীরাও। রাজ্য সরকারের গাফিলতিতেই অপরাধীরা ধরা পড়ছেন না বলে দাবি করছেন বিরোধীরা। বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন 'এক দফা এক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ'। এবং রাজ্যকে অচল দেওয়ার কথাও বলেন তিনি। শুক্রবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে এস ইউসিআই ও বিজেপির এই বিক্ষোভ আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্যের বেশ কিছু শহর। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে এসইউসিআই কর্মীদের ধস্তাধস্তি হয়েছে। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বিভিন্ন জায়গায়। বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য সরকারের ব্যর্থতাই অপরাধীদের ধরতে পারছে না পুলিশ।

You might also like!