দুর্গা পুজোয় বাংলাদেশ থেকে ভারতে আসবে তিন হাজার টন ইলিশ।

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে  বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানিয়েছেন।

ওই আদেশে বলা হয়, দূর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

দুর্গাপূজা ঘিরে প্রতি বছরের মত এবারও বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে চেয়ে গত ১১ সেপ্টেম্বর চিঠি দেয় ভারত।

বাংলাদেশ থেকে পূজোর আগে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে।

You might also like!