দীর্ঘ প্রতীক্ষার পর জামিন পেলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তিহার জেল থেকে মুক্তির অপেক্ষায় তিনি

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত। এর আগে গত ৩০ শে জুলাই সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন তিনি।

২০২২ সালের ১১ ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। বীরভূমের নিচু পট্টি এলাকার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। প্রথমে তাকে রাখা হয়েছিল আসানসোল সংশোধনাগারে। ইডি শত প্রণোদিত মামলা করায় নভেম্বর মাসে ফের গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি ছিল গরু পাচার মামলায় কোটি কোটি টাকার সম্পত্তি করেছে কেষ্ট। বাজেয়াপ্ত করা ১১ কোটির স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিল্লি রাউস এভিনিউ আদালতে সিবিআই জমা করে। 

২০২৩ সালের ৭ই মার্চ কেষ্টকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যায়। দফায় দফায় জেরা করার পর একুশে মার্চ তাকে তিহার জেলে পাঠানো হয়। 

অজ্ঞত নগদ রয়েছে ১২ কোটি ৮০ লক্ষ ৯৮ হাজার ৩৭ টাকা। বেনামী একাউন্টে রয়েছে পাঁচ কোটি ১৪ লক্ষ ২৯ হাজার ৯১৮ টাকা, এরপর ২০২৩ সালের ১৬ই এপ্রিল ওই মামলাতে গ্রেপ্তার হয় অনুব্রত কন্যা সুকন্যা। 

চলতি বছরের ৩০ শে জুলাই সিবিআই এর মামলার সুপ্রিম কোর্ট থেকে জামিন পান অনুব্রত। জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি শতিস চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ।

অনুব্রত কন্যা জামিন পাওয়ার পর কেষ্ট ফেরার অপেক্ষায় দিন গুণ ছিল নিচু পট্টির অনুব্রত অনুগামীরা। 

বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি পদে ছিলেন অনুব্রত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন "অনুব্রত মুক্তি পেলে বীরের সংবর্ধনা দেওয়া হবে তাকে।" আপাতত জেল মুক্তি হচ্ছে কেস্টর। সম্ভবত পুজোর আগেই বীরভূমে ফিরবেন তিনি। এই খবরেই বীরভূমের তৃণমূল কর্মীদের মুখে হাসি ফুটেছে।

You might also like!