অডিও ভাইরাল কাণ্ডে কলকাতা হাইকোর্টে জামিন মঞ্জুর কলতান দাশগুপ্তের

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: অডিও ভাইরাল কান্ডে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন বাম যুব নেতা কলতান দাশগুপ্ত।

আরজি করের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যখন লাগাতার অবস্থান-বিক্ষোভ চলছে স্বাস্থ্য ভবনের সামনে তখন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে আসেন জুনিয়র চিকিৎসকরা। তখন বৈঠক ভেস্তে যায়। এরপরে কুনাল ঘোষ সাংবাদিক বৈঠক করে তিনজনের কণ্ঠস্বর শুনিয়ে বলেন অবস্থানরত চিকিৎসকদের উপর হামলা চালানোর পরিকল্পনা করছে কিছু দুষ্কৃতী।একটি রাজনৈতিক দল চিকিৎসকদের উপর হামলা চালিয়ে তারা রাজ্য সরকারের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।  সেই অডিও ভাইরাল কাণ্ডে বাম যুবনেতা কলতান দাশগুপ্তর নাম সামনে আসে। সেই জন্য কলতান দাশগুপ্ত কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। যদিও কলতান দাশগুপ্ত সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেন। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাম যুবনেতা কলতান দাশগুপ্তের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 

বৃহস্পতিবার দীর্ঘ সয়োল জবাবের পর বিচারপতি রাজশ্রী ভরত দ্বাজ রায়দান স্থগিত রাখেন। অবশেষে বিকেলের দিকে রায়দানে জানান ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হল কলতান দাশগুপ্তকে। বাম যুবনেতা কলতান দাশগুপ্ত গ্রেফতারির ৬ দিন পরে  জামিনে মুক্ত হওয়ায় আংশিক স্বস্তির নিঃশ্বাস বাম শিবিরে।

You might also like!