পাঁশকুড়া: হাঁটু জলে নেমে পাঁশকুড়ার নারায়ণদাঁড়ির জলবন্দী মানুষদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দুর্গতদের আশ্বাস দিলেন, তাঁদের উদ্ধার ও ত্রাণ দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। জেলা শাসককে কড়া নির্দেশ দিয়ে তিনি বলেন, "ত্রাণ নিয়ে কোনও অভিযোগ বরদাস্ত করা হবে না। অভিযোগ এলে দায়ী থাকবেন জেলা শাসক ও পুলিশ সুপার।"ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বাড়ি ও ফসলের ক্ষতির জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে। তালিকা দ্রুত তৈরি করে জেলা শাসক আমাকে দেবেন।" এর পাশাপাশি ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "এতবার বলা সত্ত্বেও জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি। নতুন করে পাঁশকুড়া, হাওড়া-সহ বহু জায়গা প্লাবিত হয়েছে।"বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য এদিন মুখ্যমন্ত্রী প্রথমে হুগলির পুরশুড়ায় যান। এরপর পশ্চিম মেদিনীপুর ঘুরে এসে পাঁশকুড়ায় দুর্গত এলাকা পরিদর্শন করেন।
ব্রেকিং নিউজ
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি
- দেবীপক্ষেও কলকাতার রাজপথে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল ও সমাবেশ