ত্রাণে দুর্নীতি বরদাস্ত নয়, ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রীর

post

পাঁশকুড়া: হাঁটু জলে নেমে পাঁশকুড়ার নারায়ণদাঁড়ির জলবন্দী মানুষদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দুর্গতদের আশ্বাস দিলেন, তাঁদের উদ্ধার ও ত্রাণ দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। জেলা শাসককে কড়া নির্দেশ দিয়ে তিনি বলেন, "ত্রাণ নিয়ে কোনও অভিযোগ বরদাস্ত করা হবে না। অভিযোগ এলে দায়ী থাকবেন জেলা শাসক ও পুলিশ সুপার।"ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বাড়ি ও ফসলের ক্ষতির জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে। তালিকা দ্রুত তৈরি করে জেলা শাসক আমাকে দেবেন।" এর পাশাপাশি ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "এতবার বলা সত্ত্বেও জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি। নতুন করে পাঁশকুড়া, হাওড়া-সহ বহু জায়গা প্লাবিত হয়েছে।"বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য এদিন মুখ্যমন্ত্রী প্রথমে হুগলির পুরশুড়ায় যান। এরপর পশ্চিম মেদিনীপুর ঘুরে এসে পাঁশকুড়ায় দুর্গত এলাকা পরিদর্শন করেন।

You might also like!