পশ্চিম মেদিনীপুর: স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালো মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল গ্রামের এক ১৫ বছরের কিশোরী। চাঁদড়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল সে। স্বাস্থ্য দপ্তরের সূত্র অনুযায়ী, গত ৩রা সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল কিশোরীটি। দীর্ঘদিনের চিকিৎসার পর বুধবার বিকেলে হাসপাতালে তার মৃত্যু হয়। স্ক্রাব টাইফাস এক প্রাণঘাতী ব্যাকটেরিয়া, যা পরজীবী পোকার কামড়ে মানুষের দেহে প্রবেশ করে। এই রোগের প্রধান উপসর্গের মধ্যে রয়েছে তীব্র জ্বর, মাথাব্যথা, এবং শরীরে অসহ্য ব্যথা। বিশেষ করে জঙ্গল অধ্যুষিত এলাকায় ট্রম্বিকিউলিড মাইটসের মতো পরজীবী পোকা ছড়িয়ে পড়ে, যা থেকে এই রোগের সংক্রমণ ঘটে।পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, সঠিক সময়ে চিকিৎসা না হলে এই রোগের ফলে মৃত্যু অবধি হতে পারে। তাই, দ্রুত চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য দপ্তর একটি মেডিক্যাল টিমকে গ্রামে পাঠিয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করার ব্যবস্থা করেছে। এছাড়াও, জেলার প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, স্ক্রাব টাইফাসের উপসর্গ দেখলেই রোগীকে দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করতে। গ্রামবাসীদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে জঙ্গল এলাকায় যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করেন এবং যেকোনো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেন।
ব্রেকিং নিউজ
- ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি
স্ক্রাব টাইফাসের কামড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু!
