আর জি করের ডাক্তার খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

post

আনন্দোবাংলা অনলাইন ডেস্ক : আর জি কর হাসপাতালে কর্মরত চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সব ধরনের মানুষ। ঘটনার পর থেকেই লাগাতার ছাত্র আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পৌঁছতে হয়েছে ঘটনাস্থলে। চিকিৎসক মৃত্যুর ঘটনায় একজন গ্রেপ্তার হলেও আন্দোলন থামেনি। কলকাতা হাইকোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় এই মামলার তদন্ত করবে সিবিআই।

ছাত্র ছাত্রীদের দাবি ছিল হাসপাতালে এই ধরনের ঘটনা নিরাপত্তাহীনতার শামিল। সঞ্জয় রায় নামে এক অভিযুক্ত সিভিক পুলিশকে গ্রেপ্তার হলেও আন্দোলন থামেনি চিকিৎসকদের। সমস্ত রাজ্যজুড়ে আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। চিকিৎসা ব্যবস্থা আংশিক হলেও ব্যাহত হয়। রোগীরা হাসপাতালে গিয়েও সঠিক চিকিৎসা পাচ্ছিল না এরকম অভিযোগ উঠছিল। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সাংবাদিকদের বলেছিলেন এই ঘটনার জন্য ৭ দিন পুলিশকে সময় দেওয়া হচ্ছে তার মধ্যে যদি পুলিশ আসল অপরাধীকে গ্রেপ্তার না করতে পারে সেক্ষেত্রে সিবিআই এর হাতে তদন্ত ভার দেওয়া হবে। 

কিন্তু কলকাতা হাইকোর্টে দায়ের করার একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় এই ঘটনার তদন্ত করবে সিবিআই। এবং কলকাতা হাইকোর্ট নজরদারি করবে। কলকাতা হাইকোর্ট নির্দেশে আরো বলেন অবিলম্বে যাতে চিকিৎসকরা আন্দোলন থামিয়ে আবার কাজে যোগ দেয়।

কলকাতা হাইকোর্ট আজ রাজ্য পুলিশের তদন্ত নিয়েও উষমা প্রকাশ করেছে ।

আর জি করের মহিলা চিকিৎসকের মৃত্যুর পর শুধু যে বাংলার চিকিৎসকরা প্রতিবাদ করেছেন তা নয়। বাংলার সচেতন মানুষ এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। সকল সচেতন নাগরিক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। যার কারণে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হতে পারে এমন আশ্বাসও দিয়েছিলেন।

You might also like!