সুপ্রিম কোর্টের নির্দেশ এর পরেও কর্মবিরতি প্রত্যাহার করছে না জুনিয়র ডাক্তাররা। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : আরজি করে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্ট সোমবার শুনানির সময় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেন।। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বলেন, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরুক। যদি তারা মনে করেন আলোচনা বসার প্রয়োজন সমস্যা সমাধানের জন্য । তাহলে তারা ৫-১০ জনের একটি টিম আলোচনায় রাজ্য সরকারের সঙ্গে বসতে পারেন।

কিন্তু তাতেও বরফ গললো না জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের। সোমবার সন্ধ্যায় তারা বৈঠক করে জানান কর্মবতি প্রত্যাহার করছেন না তারা। উপরন্তু পাঁচ দফা দাবি তুলে ধরে আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। জুনিয়র ডাক্তাররা সাংবাদিকদের বলেন, রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলছেন চিকিৎসকের গাফিলতির জন্য ২৩ জন রোগী মারা গেছেন।। কিন্তু জুনিয়র ডাক্তার এবং মহিলা ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে চিন্তিত নন রাজ্য সরকার। চিকিৎসা ব্যবস্থায় যেসব কর্মচারী নিয়োগের কথা ছিল সে সব নিয়োগ হচ্ছে না। এমনকি যাদের নিয়োগ হচ্ছে তারা চুক্তিভিত্তিক। চিকিৎসকদের অভাব অভিযোগ শোনার মত কোন কর্তৃপক্ষ নেই। ডাক্তাররা  আরো বলেন, বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

You might also like!