আনন্দ বাংলা অনলাইনে ডেস্ক : আরজি করে ডাক্তারি পড়ুয়া ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার একমাস অতিক্রমের দিন কলকাতার সহ পশ্চিমবাংলার সব জেলায় রাজপথে প্রতিবাদের ঝড় । চিত্রশিল্পী, অভিনেতা- অভিনেত্রী সহ সাধারণ মানুষ ও যোগ দিয়েছেন এই কর্মসূচিতে । এদিন কলকাতা সহ পশ্চিমবাংলার প্রতিটি জেলায় প্রতিটি শহরে এই প্রতিবাদে নেমেছেন বাংলার মানুষ। কলকাতার রাজপথকে তারা বেছে নিয়েছেন ক্যানভাস হিসেবে । রবিবারের কর্মসূচির পোস্টার শিরোনামে লেখা হয়েছে, 'মুছবি যত, আকব তত' রাত ৯ টা থেকে গাড়িয়া মোড়, গাঙ্গুলিবাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু, এবং ৪৫ নম্বর বাইপাস কনেক্টরে লিখে এবং এঁকে প্রতিবাদ জানাচ্ছেন শিল্পীদের একাংশ । রাস্তায় লক্ষে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। যাদবপুরের প্রতিবাদ মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার মা ও বাবা। নির্যাতিতার মা বলেন 'আমি চাইনা কেউ যেন আমার মত সন্তান হোক '। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সোদপুর পর্যন্ত প্রায় কুড়ি কিলোমিটার পথ রাত নটার সময় মানববন্ধনের মধ্য দিয়ে প্রতিবাদ জানায় সাধারণ নাগরিকরা। ফুটে উঠেছে একের পর এক ছবি। লেখার মাধ্যমে ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা। আরজি করে ডাক্তারি পড়ুয়া ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার একমাস অতিক্রমের দিন কলকাতার সহ পশ্চিমবাংলার সব জেলায় রাজপথে প্রতিবাদের ঝড় । চিত্রশিল্পী, অভিনেতা- অভিনেত্রী সহ সাধারণ মানুষ ও যোগ দিয়েছেন এই কর্মসূচিতে । এদিন কলকাতা সহ পশ্চিমবাংলার প্রতিটি জেলায় প্রতিটি শহরে এই প্রতিবাদে নেমেছেন বাংলার মানুষ। কলকাতার রাজপথকে তারা বেছে নিয়েছেন ক্যানভাস হিসেবে । রবিবারের কর্মসূচির পোস্টার শিরোনামে লেখা হয়েছে, 'মুছবি যত, আকব তত' রাত ৯ টা থেকে গাড়িয়া মোড়, গাঙ্গুলিবাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু, এবং ৪৫ নম্বর বাইপাস কনেক্টরে লিখে এবং এঁকে প্রতিবাদ জানাচ্ছেন শিল্পীদের একাংশ । রাস্তায় লক্ষে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। যাদবপুরের প্রতিবাদ মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার মা ও বাবা। নির্যাতিতার মা বলেন 'আমি চাইনা কেউ যেন আমার মত সন্তান হোক '। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সোদপুর পর্যন্ত প্রায় কুড়ি কিলোমিটার পথ রাত নটার সময় মানববন্ধনের মধ্য দিয়ে প্রতিবাদ জানায় সাধারণ নাগরিকরা। ফুটে উঠেছে একের পর এক ছবি। লেখার মাধ্যমে ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা।
ব্রেকিং নিউজ
- ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি