ত্রিধাম এবার এগরায় : একসঙ্গেই কেদার, অমর, বদ্রীনাথ

post

এগরা: সম্পা জানা

পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের প্রত্যন্ত গ্রাম বাসুদেবপুর এবার এক বিরল ঐতিহাসিক দুর্গাপূজার সাক্ষী হতে চলেছে। গ্রামাঞ্চলের মানুষের কাছে বহুদিনের স্বপ্ন ছিল কেদারনাথ, অমরনাথ এবং বদ্রীনাথএই তিন ধামের দর্শন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে বহু মানুষ সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। এবার সেই অসম্ভবকে সম্ভব করছে বাসুদেবপুরের ব্লু-বার্ড ক্লাব।ক্লাবের এবারের দুর্গোৎসব পা দিয়েছে ৫৫ বছরে। আর সেই উপলক্ষে তাদের উদ্যোগে তৈরি করা হচ্ছে এক অভিনব 'ত্রিধাম' মণ্ডপ। উদ্যোক্তাদের দাবি, এখানে মানুষ একসঙ্গেই কেদারনাথ, অমরনাথ এবং বদ্রীনাথের মন্দিরের প্রতিরূপ দেখতে পাবেন। এই উদ্যোগ গ্রামের মানুষদের মধ্যে প্রচণ্ড উৎসাহ তৈরি করেছে, কারণ এমন থিম সাধারণত শহুরে পূজাগুলিতে দেখা গেলেও, গ্রামাঞ্চলে খুব একটা দেখা যায় না।ব্লু-বার্ড ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, মণ্ডপটি এমনভাবে তৈরি করা হবে যাতে দর্শনার্থীরা প্রতিটি ধামের সঙ্গে নিজেকে একাত্ম করে নিতে পারেন। এই অনন্য থিমের পেছনে রয়েছে এলাকার মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা, যা এবার পূরণ হতে চলেছে। উদ্যোক্তাদের বিশ্বাস, এই থিম দর্শকদের মুগ্ধ করবে এবং তাদের গ্রামাঞ্চলের দুর্গোৎসবে নতুন মাত্রা যোগ করবে।উল্লেখযোগ্যভাবে, এই পূজা শুধু গ্রামের মানুষদের জন্য নয়, পার্শ্ববর্তী অঞ্চল থেকেও দর্শনার্থীদের আকর্ষণ করবে। 'ত্রিধাম'-এর থিম সম্বলিত এই মণ্ডপসজ্জা গ্রামাঞ্চলে দুর্গোৎসবের এক নতুন ইতিহাস রচনা করবে বলে উদ্যোক্তারা আশাবাদী।

You might also like!