ঠিকাদারদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২ পুলিশ অফিসার সহ ৬ জন

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: রক্ষকই ভক্ষক। পুলিশ নিরাপত্তা না দিয়ে যদি ছিনতাই করে এই ঘটনা চোখে না দেখে বিশ্বাস করা যায় ? একেবারেই যায় না ।কিন্তু এরকম ঘটনায়ই ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ।  

 বৃহস্পতিবার বিকেলে ১কোটি ১ লক্ষ টাকা নিয়ে দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলা আসানসোল থেকে ১৯ নং জাতীয় সড়ক ধরে কলকাতায় যাচ্ছিলেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পিয়ালা কালীমন্দিরের সামনে ব্যবসায়ীর গাড়ি ক্রাইম ব্রাঞ্চের পরিচয় দিয়ে গাড়ি আটকে দেয় এবং টাকা লুঠ করে বলে অভিযোগ । ঘটনার পর ওই ঠিকাদার থানায় অভিযোগ দায়ের করেন ।

অভিযোগের ভিত্তিতে ৬জনকে গ্রেফতার করে পুলিশ । ধৃত অসীম চক্রবর্তী দুর্গাপুর থানার এএসআই পদে কর্মরত ছিলেন, চন্দন চৌধুরী সিআইডি বম্ব স্কোয়াডের এসআই পদে কর্মরত ছিলেন এবং মৃত্যুঞ্জয় সরকার বরখাস্ত এইট ব্যাটেলিয়ানের কর্মী আর বাকি তিনজন সুভাষ শর্মা দুর্গাপুরের রানা প্রতাপের আসিসমার্কেটের বাসিন্দা, মনোজ কুমার সিংহ উত্তরপ্রদেশের মোহনপুরের বাসিন্দা, সুরোজ কুমার রাম পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ধান্ডাবাগের বাসিন্দা। 

সূত্রের খবর, টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে বিবাদ হওয়ায় ক্ষুব্ধ এক অভিযুক্ত মুকেশবাবু সহ খবর দিয়ে দেয় পুলিশকে। দ্রুত দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী দীর্ঘদিন ধরেই পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কর্মরত রয়েছেন। এর আগেও কোকওভেন থানায় কর্মরত থাকাকালীন অপরাধমূলক একটি কাজে জড়িত থাকার ঘটনায় সতর্ক করা হয়। অন্যদিকে ধৃত সিআইডি বোম স্কোয়াডের কর্মী চন্দন চৌধুরী কয়েক বছর ধরে আসানসোল দুর্গাপুরে কর্মরত রয়েছেন। বরখাস্ত রাজ্য পুলিশের এইট ব্যাটেলিয়ানের কর্মী মৃত্যুঞ্জয় সরকার মুর্শিদাবাদের বাসিন্দা। পশ্চিম মেদিনীপুরে এইট ব্যাটেলিয়ানের কর্মী পদে নিযুক্ত থাকাকালীন নানান অপরাধমূলক কাজে জড়িত থাকার অপরাধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। ২০২২ সালে তাঁকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, " এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের খোঁজে তল্লাশি চলছে।"

ধৃতদের পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

You might also like!