বাথরুমের মধ্যে চতুর্থ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি। অভিযুক্ত প্রধান শিক্ষক

post

রামনগর: সম্পা জানা

আর জি কর কাণ্ডে  দোষীরা এখনো অধরা সারা রাজ্য যখন উত্তাল নারী নিরাপত্তা নিয়ে তখনই শিউরে ওঠার মত ঘটনা ঘটলো স্কুলের মধ্যেই| চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ উঠল স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে |ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -১ ব্লকের তালগাছারী -১ পঞ্চায়েতের চাঁদপুর কামদেব প্রাথমিক বিদ্যালয়ে যেখানেই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে অভিযুক্ত হল সেই স্কুলের প্রধান শিক্ষক |মন্দারমণি কোস্টাল থানা এলাকার চাঁদপুর কামদেব প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। এই ঘটনায় চাঁদপুর কামদেব প্রাথমিক বিদ্যালয় একটি পাশেই অপর এক বিদ্যালয়ের শিক্ষিকা বলেন চিৎকার শুনে যখন ছুটে আসি তখন সালিশি সভা শেষ শিক্ষক হিসেবে লজ্জাবোধ হচ্ছে |আমরা ওর শেষ কিছু দেখতে চাই অভিযুক্ত শিক্ষকের নাম সুবল সিট |আগে শংকরপুরে ছিলেন সেখানে এই ঘটনা ঘটিয়েছেন আবার এখানে এসেও এই ঘটনা ঘটালেন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসী। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম সুবল সীট। তাকে স্কুলের মধ্যেই আটকে রাখা হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসীরা তাকে কিছুতেই ছাড়ছে না, এমনই খবর পুলিশ সূত্রে। খন্ড চট্টোপাধ্যায় পুলিশ এবং জনতার মধ্যে পরে পুলিশ শিক্ষক কে আটকে করে নিয়ে যায় জনতার দাবি দোষীর শাস্তি চাই ।

You might also like!