তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল তৃণমূলের

post

রামনগর:সম্পা জানা

পূর্ব মেদিনীপুর জেলার   রামনগর ব্লকের তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে উঠে এলো...তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে মিছিল তৃণমূলের। তৃণমূল নেতা দেবব্রত দাস কে গ্রেফতারের দাবিতে  দীঘায় মিছিল এবং দিঘা কে স্তব্ধ করে দেওয়ার ডাক দিলেন বর্তমান পদিমা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র..ঘটনায় জানা যায় গতকাল প্রদিমা দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের আইএন.টি.টি.ইউসির সভাপতি দেবব্রত দাস 2 টোটো চালককে মারধর করেন। টোটো চালক বীরেন্দ্র দাস বলেন চারটের সময় আমরা যখন দীঘা স্ট্যান্ডে অটো নিয়ে বসে আছি এমন সময় দেবব্রত দাস এসে তাদেরকে মিটিংয়ে যেতে বলে আর মিটিংয়ে না যেতে চাইলে আমাদেরকে মারধর করা হয় প্রচন্ডভাবে ।এমনকি গালিগালাজ করা হয় বলে অভিযোগ। প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব সুশান্ত পাত্র বলেন আমাদের প্রায় সদস্য সংখ্যা চারশোর কাছাকাছি এখন নতুন করে দল থেকে ভেঙে কিছু লোক নতুন ভাবে গোষ্ঠী করছে এবং আমাদের সদস্যদের কে দল থেকে ভাঙ্গানোর চেষ্টা করছে... এরা কেউ যাচ্ছে না বলেই তাদেরকে মারধর করা হচ্ছে। শুধু এটা গতকালের ঘটনা নয় এর আগেও তিন বা চার বছরে হামলা করেছে এবং গতকালের যে ঘটনাটা সেটা খুব বেশি পর্যায়ে চলে গেছে.. তাই টোটো চালকরা রাস্তা অবরোধ করেছে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে পুলিশ তার ব্যবস্থা নেবে বলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি.. এবং আমাদের দলেরই দেবব্রত দাস মধ্যপ অব স্থায় এসে এই ঘটনাগুলো ঘটায় অপরদিকে যার নামে এই অভিযোগ সেই দেবব্রত দাস বলেন এইসব তার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে যে সমস্ত টোটো ওয়ালারা অভিযোগ করছেন তারা অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত। নানা অজুহাতে এরা টোটো চালক দের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা আদায় করে তারই প্রতিবাদ করেছিলেন বলে দাবি করেন দেবব্রত দাসএবিষয়ে বিজেপি নেতা তপন মাইতি বলেন। এটা তৃণমূলের গোষ্ঠী কোন দলের বহিঃপ্রকাশ আর এই টোটো ইউনিয়ন থেকে কে কত টাকা কামাতে পারবে তার দখলে লড়াই চলছে এটা শুধু দীঘা নয় রাজ্যের সর্বত্র এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে।

You might also like!