আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : জঙ্গলমহল ফুটবল উৎসব। পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘী বিষ্ণুপুর বাবা ভৈরব ফুটবল দলের পরিচালনায় শনিবার এক রাত্রি ব্যাপি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ বছরের পদার্পণ করেছে এই খেলা। এই বিরাট ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের ১৬ টি দল। বিদেশি খেলোয়াড়রাও অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। নবনির্মিত মঞ্চ এবং খেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন্নিতা মাইতি, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, কাঁকসা সমিতির কর্মাধ্যক্ষ নব কুমার সামন্ত সহ প্রশাসনিক আধিকারিকরা। এই খেলাকে ঘিরে চরম উচ্ছ্বাস দেখা যায় এলাকাবাসীদের মধ্যে। খেলায় বিজয়ী হয় আসানসোলের চাঁদার রনি একাদশ রানার্স হয় আকন্দারা মা তারা সেভেন স্টার। দুই দলকে নগদ টাকা এবং ট্রফি দেওয়া হয়। সেমিফাইনালেও পরাজিত দুই দলকেও ট্রফি এবং বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"জঙ্গলের মাঝে এই ধরনের ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের আমেজ থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রীও খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে নানান পদক্ষেপ নিচ্ছেন। মাঠটা কাঁকুড়ে হলেও মাঠের চারিপাশ যেভাবে সবুজে ঘেরা। এই মাঠে খেলে বাড়তি উৎসাহ পাই খেলোয়াড়রাও। আমরাও সমস্ত রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।" উদ্যোক্তা শুভম রায় বলেন,"এলাকাবাসীদের এবং আপামর ফুটবলপ্রেমী দর্শকদের সহযোগিতায় আমরা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে পারি। বহু মানুষের সমাগম হয়। এবারেও খেলাকে ঘিরে বাঁচতে উৎসাহ ছিল এলাকাবাসীদের মধ্যে।"
ব্রেকিং নিউজ
- আলোচনার প্রস্তাবে শর্ত দিলো জুনিয়র ডাক্তাররা,৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে চাই তারা
- সুপ্রিম কোর্টের নির্দেশ এর পরেও কর্মবিরতি প্রত্যাহার করছে না জুনিয়র ডাক্তাররা। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান
- রবিবারের রাতেও পশ্চিমবাংলায় আরজি করের ঘটনার প্রতিবাদে রাজপথকেই ক্যানভাস করেছেন জনতা
- আর জি কর ঘটনার জেরে চিঠি দিয়ে সংসদ পদ ছাড়লেন তৃণমূলের জহর সরকার
- স্কুল ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা করলো শিলিগুড়ি মহকুমা দেওয়ানী ও ফৌজদারি আদালত