"পা চাটছে বিনীত গোয়েল। শিক্ষা দেব কোর্টে "- হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

post

সারা রাজ্য জুড়ে বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা  বনধের চিত্র উঠে আসছে  সংবাদ শিরোনামগুলিতে... সকাল থেকেই পথে নেমেছেন বিজেপি  কর্মী থেকে নেতৃত্বরা... তাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ.. নবান্ন অভিযানে যে বর্বর রচিত আক্রমণ পুলিশ করেছে জনতার উপর তার প্রতিবাদে আজ চলছে বাংলা বনধ.. এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন শুধু নবান্ন নয় নবান্নের সাথে সাথে লালবাজার কালীঘাট ও তৈরি থাকুন... আজকের বন্ধে গতকালের মতো আজকেও পুলিশ বাধা দিচ্ছে...  তবে কোন বাধাই কাজ দেবে না যত বাধা দেবে তত অভিযান বাড়বে...।আগামী দিনে তিন জায়গায় অভিযান করবো কত সামলাবি সামলা।নবান্ন,লালবাজার,কালীঘাট তৈরি থাকুন। বিনীত গোয়েলকে শিক্ষা দেব কোর্ট এ.. এদের দু কান কাটা... আমাদের ১৩২ জন বিজেপি কর্মী অ্যারেস্ট হয়েছেন... এদের গুন্ডামি বার করবো

You might also like!