রামনগর:সম্পা জানা
পূর্ব মেদিনীপুরের রামনগর জুডো সেন্টার সম্প্রতি সাফল্যের নতুন মাইলফলক অর্জন করেছে। CBSC জোনাল লেভেল জুডো কম্পিটিশনে অংশ নিয়ে রামনগর জুডো সেন্টারের ছাত্র-ছাত্রীরা চারটি পদক জিতেছে, যার মধ্যে দুজন স্বর্ণপদক এবং দুজন সিলভার পদক জয় করেছে। এই প্রতিযোগিতাটি ২০ থেকে ২২ সেপ্টেম্বর রায়পুরের কবিরনগরে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়।সুহত্র দাস এবং তৃপ্তি রায় স্বর্ণপদক জিতে প্রতিযোগিতার মান উন্নত করেছেন, অপরদিকে আসিফ আলী শেখ এবং সোয়াংসু রাজ সিলভার পদক লাভ করেছেন। এই সাফল্যের মাধ্যমে গোল্ড ও সিলভার পদক বিজয়ীরা ন্যাশনাল লেভেলে প্রতিযোগিতার সুযোগ পেয়েছেন, যা তাদের ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে।রামনগর জুডো সেন্টার অজয় নন্দীর প্রশিক্ষণে দীর্ঘদিন ধরে জুডো প্রশিক্ষণ দিয়ে আসছে এবং সেন্টারটির এই সাফল্যে সকল ছাত্রছাত্রী ও অভিভাবকরা আনন্দিত। অভিভাবকরা জানান, বর্তমান যুগে শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম, এবং জুডো ছাত্রদের সেল্ফ ডিফেন্স ও শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করে। রামনগর ব্লক অফিসের পাশে পানমান্ডিতে অবস্থিত এই জুডো সেন্টারটি সুনামের সাথে প্রশিক্ষণ প্রদান করে আসছে। কোচ অজয় নন্দী তাদের সাফল্যে গর্বিত এবং আশা করছেন ভবিষ্যতে আরও বেশি ছাত্র-ছাত্রী আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জন করবে।