মালদা:সম্পা জানা
মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি এলাকার বানভাসিদের জন্য সরকার থেকে দেওয়া ত্রাণ সামগ্রীর ত্রিপল খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কিছু বানভাসি একাধিক ত্রিপল সংগ্রহ করে সেগুলি বাণিজ্যিকভাবে বিক্রি করছে। সোমবার, কালিয়াচক ৩ ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের দেওনাপুর এলাকায় এমনই এক ঘটনা ঘটে। এক যুবক মোটরবাইকে করে সরকারি লোগোসহ ত্রিপল বিক্রি করতে আসতেই গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ওই যুবকের কাছ থেকে বেশ কিছু সরকারি ত্রিপল উদ্ধার হয়, যার মধ্যে ‘বিশ্ব বাংলা’ এবং পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া ছিল। যুবকটি স্বীকার করে যে, সে ভূতনি এলাকার বানভাসিদের কাছ থেকে কম দামে এসব ত্রিপল কিনে বাজারে বিক্রি করছে। গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে যুবকটিকে আটকে রাখে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় বাসিন্দা সাবেয়া বেগম জানান, “এক যুবক মোটরবাইকে অনেক ত্রিপল নিয়ে এসে বাজারে বিক্রি করছিল। আমি সেখান থেকে ৩০০ টাকায় একটি ত্রিপল কিনি, যেখানে রাজ্য সরকারের লোগো দেওয়া ছিল।” এই ঘটনা সামনে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশাসনের তরফে এ ধরনের ঘটনা রোধ করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।