শনিবার থেকে জরুরী বিভাগে কাজে যোগ দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। শনিবার থেকে জুনিয়র চিকিৎসকরা জরুরি বিভাগে কাজে যোগ দিচ্ছেন। অচল অবস্থা কাটছে হাসপাতাল গুলির। অবশেষে জট কাটতে চলেছে স্বাস্থ্য পরিষেবার। 

গত ৯ আগস্ট আরজি করে পড়ুয়া চিকিৎসক কে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। জুনিয়র চিকিৎসকরা যেরকম আন্দোলনে নেমেছিলেন তেমনি রাজ্যের সাধারণ মানুষ ও আন্দোলনের নেমেছিলেন। জুনিয়র চিকিৎসকরা পাঁচ দফা দাবি নিয়ে অবস্থান শুরু করে ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে। তাদের যে পাঁচ দফা দাবি ছিল, রাজ্য সরকারকে সেই দাবি মানতে হবে। পুলিশ কমিশনার কে অপসারণ করতে হবে। নির্যাতিতার সঠিক বিচার দিতে হবে। এই আন্দোলন শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় উদ্যোগ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে ছিলেন। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পরেও অবশেষে বৈঠক হয়েছে। কালীঘাটে বৈঠক হওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি। আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি জুনিয়র চিকিৎসকরা।

অবশেষে বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকদের বৈঠক শেষে সাংবাদিকদের জানান যে অভয়ার বিচারের জন্য আমরা যেরকম আন্দোলন করছিলাম, ভবিষ্যতেও করব। রাজ্য সরকারের কাছে যে দাবি দেওয়া ছিল তার অধিকাংশই মেনে নিয়েছে । হাসপাতালে যে দুর্নীতির প্রভাব ছিল সেগুলো নিয়ে আমরা আন্দোলন করছিলাম ভবিষ্যতেও করব।এই অচল অবস্থা দীর্ঘদিন চলতে পারে না।তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি,আগামী শনিবার থেকে আমরা হাসপাতালে জরুরি বিভাগে কাজে যোগ দিচ্ছি। তারা জানিয়েছেন আংশিক ভাবে কাজে যোগ দিচ্ছেন তারা।

You might also like!