আলোচনার প্রস্তাবে শর্ত দিলো জুনিয়র ডাক্তাররা,৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে চাই তারা

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : ২৬ ঘন্টা অবস্থান চললেও অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনার প্রস্তাব দিলেও সেই প্রস্তাব মানল না জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা ১০-১২ জনের টিমের পরিবর্তে 30 জনের টিম যাবে এই প্রস্তাব দিলেন। অন্যদিকে তারা পাঁচ দফা নিয়ে আলোচনা করবেন এই শর্ত তারা দিলেন। এবং এই আলোচনার সময় সম্পূর্ণ লাইভ টেলিকাস্ট করতে হবে কারণ স্বচ্ছতা বজায় রাখার জন্য। অন্যদিকে তারা এও দাবি করেন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উপস্থিত থাকতে হবে। যদি এই প্রস্তাব নবান্ন মানতে রাজি হয় তাহলে তারা বৈঠকে বসবেন।

You might also like!